উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি :
২৯ নভেম্বর ২০২৪, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উল্লাপাড়ায় জলাবদ্ধতার কবলে আবাদী জমি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা আবাদী মাঠে জলাবদ্ধতায় এবারে প্রায় ২৫০ বিঘা জমিতে সরিষা ফসলের আবাদ করা যাবে না বলে কৃষকেরা জানান । কৃষকেরা মাঠে গিয়ে জমিতে জমে থাকা পানি দেখছেন। আর ভাবছেন কতদিন নাগাদ জমির পানি শুকাতে পারে তার দিন গুনছেন। কৃষকরা জানান, এবারে তারা জমিতে সরিষা ফসলের আবাদ করতে পারবেন না। পাইপ বসিয়ে পানি নিষ্কাশন যদি করা যায় তাহলে হয়তো এ জলাবদ্ধতা সমস্যার সমাধান হতে পারে।

উল্লাপাড়া উপজেলার নাগরৌহা , ভদ্রকোল , বাখুয়া , পংরৌহা এবং কয়ড়া ইউনিয়নের চড়ুইমুড়ী ও পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ী গ্রামের কৃষকরা জানান স্বাভাবিক বর্ষা হলেই মৌজাগুলোর বেশীর ভাগ আবাদী জমি বন্যার পানিতে তলিয়ে যায়। বন্যার পানি কচুয়া (বিল সূর্য) নদীর শাখা বুড়ির বিল নালা হয়ে মৌজাগুলোয় ঢোকে। সে পানিতে আবাদী জমি কম বেশী ডুবে যায়। তখন কিছু কিছু জমিতে বোনা আমন ধান ছাড়া ফসল থাকে না। প্রায় দুই যুগ আগে স্থানীয় চরপাড়া এলাকায় একজন ইট ভাটা মালিক নিজ উদ্যোগ ও টাকা খরচ করে ভেংড়ী মৌজায় কচুয়া নদী থেকে প্রায় ৫০০ ফুট দীর্ঘ একটি নালা খনন করেন। তিনি নিজ ইট ভাটা ব্যবসার সুবিধায় জমি ভাড়া (লিজ) নিয়ে নালাটি খনন করেন। সে থেকেই ভেংড়ী নালা হয়ে মৌজাগুলোর আবাদী মাঠের জমি থেকে অতি সহজেই পানি নিষ্কাশন হতো। আবার নালা হয়ে বন্যার পানি এলাকায় ঢুকতো। এছাড়া বুড়ির বিল নালা হয়ে বন্যার পানি ঢুকলেও বের হতে পারে না বলে এলাকার লোকজন জানান। প্রায় ৪ বছর আগে ভেংড়ী নালাটি জমির মালিক ভরাট করে ফেলেন। আর এতে পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ হয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নাগরৌহা ও চরপাড়া এলাকার সুলফিগাড়ী মাঠে প্রায় ২৫০ বিঘা জমিতে বন্যার পানি জমে আছে। জমিগুলো বন্যার পানির জলজ আগাছায় ভরপুর হয়ে আছে। বন্যার পানি এবারে জমি থেকে সহজে শুকাচ্ছে না বলে জানা গেছে। আবাদী মাঠের উপরের জমিগুলোয় সরিষা ফসলের আবাদে আগাছা পরিস্কার করা হচ্ছে। এসব জমিতে সরিষা আবাদ নাবী করে হবে। প্রতিবেদককে কৃষক চান মিয়া , মোকাব্বর আলী , আ. কুদ্দুস , ছাইদুর রহমান ও আরো কয়েকজন জানান সুলফিগাড়ী খাপাল মাঠ বলে পরিচিত জমি থেকে যখন পানি শুকাবে তখন সরিষা ফসলের আবাদের সময় পেরিয়ে যাবে। একেবারে নাবী করে আবাদ করা হলে ফলন তেমন হবে না। আর জমিতে বোরো (ইরি) ধান ফসলের আবাদ পিছিয়ে যাবে। সব মিলিয়ে সরিষা ফসলের আবাদ করা সম্ভব হবে না। আগাম করে বোরো ধান আবাদ করা যাবে বলে জানান।

কৃষকদের অনেকেই বলেন কচুয়া নদী বন্যার পানি হলে বুড়ির বিল নালা হয়ে বন্যার পানি সহজেই নাগরৌহাসহ আরো কয়েকটি মৌজা এলাকায় ঢুকে পড়ে। তবে বুড়ির বিল নালা কয়েক জায়গায় প্রায় ভরাট হওয়ায় মাঠগুলো থেকে পানি আর বের হতে পারে না। নাগরৌহার সুলফিগাড়ী মাঠের জলাবদ্ধতা কাটাতে মাটির নীচে পাইপ বসিয়ে কচুয়া নদীতে পানি নিষ্কাশন করার বিষয়ে কৃষকদের মত মিলেছে। বিএডিসির পানাসি প্রকল্পের উল্লাপাড়া জোনের সহকারী প্রকৌশলী মো. শাহী আমিন বলেন, সরেজমিনে নাগরৌহা মাঠে গিয়ে সব দেখে মাঠের পানি সহজেই নিষ্কাশন ব্যবস্থায় দরকারী উদ্যোগ নেবেন। তিনি ভুগর্ভে (মাটির নীচে) পাইপ বসিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থায় গুরুত্ব দেবেন বলে জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী জানান জলাবদ্ধতায় সরিষা ফসলের আবাদ করা না গেলে জমির মালিক কৃষকদের লোকসান হবে। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার বিষয় তিনি শুনেছেন। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাহা বলিব সত্য বলিব

বত্রিশ বছরে নিরাপদ সড়ক চাইঃ প্রত্যাশা ও প্রাপ্তি -লায়ন মোঃ গনি মিয়া বাবুল

প্রেস বিজ্ঞপ্তি:বাংলাদেশের রাষ্ট্রদূত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর অর্থায়নে নারী, ছাত্র ও যুব সম্প্রদায়ের ক্ষমতায়নকে অগ্রাধিকার এবং ‘সামাজিক ব্যবসা’র (Social Business) প্রবর্তনের উপর গুরুত্বারোপ করলেন

উল্লাপাড়ায় জলাবদ্ধতার কবলে আবাদী জমি

আবু সাইদের বাবাকে উপদেষ্টা হিসেবে দেখতে চায় দেশের মানুষ

খুনের বিচারহীনতা: সমাজের মানবিকতার মৃত্যুঘণ্টা

জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের তৃতীয় সভা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি —এম এ আলীম সরকার

ভাষাশহিদ আবদুস সালামসহ সকল ভাষাশহিদদের কবর যথাযথভাবে সংরক্ষণ করা হোক

র‌্যাবের ‘কসাই’ খ্যাত মহিউদ্দিন ফারুকীর বিচারের দাবি

১০

অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতদল:

১১

ডিমলায় চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

১২

উল্লাপাড়ায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

১৩

বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধি ও দ্রুত প্রত্যাবাসনে ভূমিকা পালনের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-কে অনুরোধ জানালেন

১৪

তাঁতীলীগের সভাপতি ইকবালের যত কান্ড, জনমনে প্রশ্ন কে এই ইকবাল

১৫

আদলতে কাদলেন ব্যারিস্টার সুমন, উপরে ডিম নিক্ষেপ

১৬

নওগাঁর আলোচিত ও চাঞ্চল্যকর সুমন হত্যার মূল আসামি বুলবুল গ্রেফতার

১৭

উল্লাপাড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা

১৮

নওগাঁয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৯

শাহজাদপুরে ১৭ মামলার পলাতক আসামী শাহীন গ্রেফতার

২০