সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর বাজারের মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন সম্মিলিত মুসল্লিবৃন্দ।
লাহিড়ী মোহনপুর ইউনিয়ন জামাতের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা হেলাল উদ্দিন খাঁনের আহবানে শনিবার (১৭ আগস্ট) বিকালে বিভিন্ন মসজিদের মুসল্লি ও মাদরাসার শিক্ষক ও ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার লাহিড়ী মোহনপুর বাজারের অলি গলি গুরে রেলস্টেশনে একত্র হয়ে মদের দোকান বন্ধ ও লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন করেন।
এতে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামাতের সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম ও লাহিড়ী মোহনপুর ইউনিয়ন জামাতের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা হেলাল উদ্দিন খাঁন।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র লাহিড়ী মোহনপুর বাজারের তালুকদার মার্কেটের একটি দোকানে প্রকাশ্যে মদ বিক্রি করছে। ফলে লাহিড়ী মোহনপুরসহ এলাকার অলিতে-গলিতে মদের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। অনেক মেধাবী সন্তান নেশায় আশক্ত হয়ে পড়ায় ওই পরিবার গুলা ধংস হয়ে পরছে । এছাড়াও মনে রাখতে হবে, বর্তমানে আমাদের যুব সমাজ অসংখ্য সংকট ও সমস্যায় জর্জরিত। এ সব সংকট ও সমস্যার মধ্য হতে অন্যতম সংকট ও সমস্যা হলো মাদক সেবন ও নেশা করা। ইসলামে সব ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধ হলেও ধর্মীয় মূল্যবোধ হারিয়ে যুব সমাজ মাদকের মরণ নেশায় মেতে উঠেছে। তাই তরুণ সমাজকে রক্ষা করার জন্য জরুরি ভিত্তিতে লাহিড়ী মোহনপুর বাজারের মদের দোকান বন্ধের দাবি জানান তারা।
মন্তব্য করুন