উপাচার্যের পদত্যাগের দাবীতে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার কান্দাপাড়ার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের অফিসের নীচে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের ব্যানারে এই আমরণ শুরু করা হয়।
অনশনরত শিক্ষার্থী হৃদয় সরকার, জাহিদ হাসান, হাবিবুর রহমান হাবিব, মোঃ সাব্বির রহমান সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে জানান, ২০২১ সালের ৭ ডিসেম্বরে ভিসি হিসাবে প্রফেসর ড. মোঃ শাহ আজম এ বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই সাধারন শিক্ষার্থীদের স্বার্থ না দেখে নানা ধরনের লুটপাটের সংগে জড়িয়ে পড়েন। এমনকি তিনি আওয়ামীলীগ ও ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়ন করতে থাকে।
অনশনরত শিক্ষার্থীরা আরও জানান, আজ বৃহস্পতিবার (গতকাল) দুপুর সাড়ে ১২টা থেকে ভিসির পদত্যাগের দাবীতে অনশন শুরু করার পর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সহকারী প্রক্টর নজরুল ইসলাম বাংলা বাংলা বিভাগের শিক্ষক সহকারী প্রক্টর মাইনুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক সহকারী প্রক্টর নুসরাত দিশা সহ ৫জন শিক্ষক আগামী রবিবার পর্যন্ত অনশন কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ করেন। সেটি শিক্ষার্থীরা প্রত্যাখান করে জানান, গত ৩দিন যাবৎ শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবী জানিয়ে আন্দোলন করে আসলেও ভিসি তা কর্ণপাত না করায় আমরা আজ বৃহস্পতিবার থেকে এই আমরণ অনশন শুরু করেছি। ভিসির পদত্যাগ ছাড়া আমরা এ অনশন থেকে সরে আসব না বলে শিক্ষক প্রতিনিধিদেরকেও সাফ জানিয়ে দিয়েছি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সহকারী প্রক্টর মাইনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসহ চলমান কার্যক্রম চালু রাখতে ভিসির উপস্থিতি প্রয়োজন। আগামী রবিবার পর্যন্ত আমরা শিক্ষার্থীদের অনশন স্থগিত করার জন্য অনুরোধ করলেও তারা তা প্রত্যাখান করে। বিষয়টি আমরা ভিসি ও উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।
মন্তব্য করুন