মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের অভূতপূর্ব অবদানের জন্য প্রাথমিক শিক্ষা পদক -২০২৪ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর হলেন মো. কামরুজ্জামান। তিনি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), রাজশাহীতে ইন্সট্রাক্টর (সাধারণ) হিসেবে কর্মরত আছেন। তিনি উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া গ্রামের মো. আব্দুস সালামের দ্বিতীয় পুত্র।
উল্লেখ্য মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের অভূতপূর্ব অবদানের জন্য তিনি প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর পিটিআই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন।
গত সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষা বাছাই কমিটির এর সভাপতি বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগের উপপরিচালক মো. সানাউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে অভূতপূর্ব অবদানের জন্য তিনি সরকারি, আর্থসামাজিক ও সামাজিক সংগঠন থেকে পেয়েছেন বিভিন্ন সম্মাননা স্মারক। ইন্সট্রাক্টর পদে চাকুরীতে যোগদানের পর থেকে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রায় ১০ বছর যাবত তিনি প্রশিক্ষণার্থী শিক্ষকগণের মাঝে একজন দক্ষ প্রশিক্ষক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। শিশুদের জন্য বেশ কিছু শিশুতোষ গ্রন্থ রচনা করেন। এছাড়া প্রশিক্ষণ বিষয়ে মোবাইল আপ্লিকেশন ডেভেলোপ করেছেন। তিনি তথ্য ও প্রযুক্তিতে দক্ষ প্রশিক্ষক হিসেবে তিনি শিক্ষকগণের মাঝে সুপরিচিত।
প্রতিটি শিশুকে মানসম্মত প্রাথমিক শিক্ষার মাধ্যমে বিশ্বনাগরিকত্ব শিক্ষায় গড়ে তোলা শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর কামরুজ্জামান এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
মন্তব্য করুন