নিজস্ব প্রতিবেদক :
২৭ নভেম্বর ২০২৪, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

র‌্যাবের ‘কসাই’ খ্যাত মহিউদ্দিন ফারুকীর বিচারের দাবি

সংবাদ সম্মেলন তারা বলেন, মানবতাবিরোধী অপরাধে মহিউদ্দিন ফারুকী বর্তমানে গ্রেপ্তার আছেন। র‌্যাবের কসাই নামে পরিচিত এই ফারুকীর জঘন্য অপরাধের বিচার না হলে দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘ক্রসফায়ারের কারিগর র‌্যাবের কসাই খ্যাত র‌্যাব-১০ ও র‌্যাব-২ এর সাবেক কর্মকর্তা মহিউদ্দিন ফারুকীর ফাঁসি চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এসব কথা বলেন।
সরকার বিরোধী লেখালেখির কারণে ২০১৮ সালের ১১ অক্টোবর গ্রেপ্তার হোন কৃষিবিদ ফসিউল আলম। তিনি বলেন, উত্তরায় আমার অফিস থেকে বের হলে আমাকে মহিউদ্দিন ফারুকী আটক করে মাইক্রোবাসে করে নিয়ে যায়। পরে রাত ১০-১১টার দিকে আমাকে জিজ্ঞেস করে ‘তুই কেন সরকারের বিরুদ্ধে লিখিস?’ তারপরে আমাকে ছোট একটি কক্ষে আটকে রাখা হয়।
নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, আমাকে ইলেকট্রিক শক দেওয়া হয়। শক দেওয়ার কারণে আমার ব্রেনের সামনের অংশ শুকিয়ে গেছে। আমার হাতের ওপর বুট পরে লাফিয়েছে। আমি হাত দিয়ে কিছু খেতে পারতাম না। আমার বৃদ্ধ বাবা রাস্তায় রাস্তায় আমাকে খুঁজেছে। আমরা জানি না গুমের শাস্তি কী? আমরা ফারুকীর ফাঁসি চাই।

ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য হুমায়ূন কবির ২০১৮ সালের ২৭ অক্টোবর একটি মামলার হাজিরা দিতে যাওয়ার পথে লঞ্চ থেকে তাকে ধরে নিয়ে গুম করা হয়। তিনি বলেন, আমি ব্লগে সরকার বিরোধী লেখালেখি করতাম। কিন্তু রাষ্ট্র বিরোধী কোনোকিছু লিখি নাই। একটি মামলার হাজিরা দেওয়ার সময় লঞ্চ থেকে কয়েকজন লোক চোখ বেঁধে ধরে নিয়ে যায়। তাদের দুইজন পিস্তল ধরা ছিল, আরেকজন আমার কোমরের বেল্ট ধরেছিল। তারা একটা গাড়িতে করে আমাকে নিয়ে অজানা এক রুমে ঢুকিয়ে দেয়। সেখানে একজন আমাকে চা অফার করে। কিন্তু আমি সেটা খেতে চাইনি। পরে তারাও অনুরোধ করে যে আপনি চা খেলে আমরাও চা খেতে পারব। চা খেতে রাজি হওয়ার পর একজন বলে, এই ওরে লাল চা দে। এটি বলার সঙ্গে সঙ্গে আমার মুখের চাপা বরাবর লাথি মারে। এতে আমি চোখ বাঁধা অবস্থায় চেয়ারসহ পরে যাই। আমার একটি দাঁত ভেঙে যায়। তারপর আমাকে নানাভাবে নির্যাতন করা হয়।

তিনি আরও বলেন, আমার এক কানে ইলেকট্রিক শক দেওয়া হয়। ফলে আমি এক কানে এখনও শুনতে পাই না। এর অনেকদিন পরে ৬ তারিখ মেবি, আমাকে একটি জায়গায় ছেড়ে দেওয়া হয়। সেখানে অনেক বাস কাউন্টার ছিল। ছেড়ে যাওয়ার পরপরই একটি গাড়িতে আমি মহিউদ্দিন ফারুকীকে দেখি। ওই গাড়িতে র‌্যাব-১০ লেখা ছিল। তখন বুঝতে পারি আমাকে র‌্যাব গুম করে রেখেছিল। কিন্তু আমাকে ছেড়ে দেওয়ার পর ফলো করছিল তারা। এরপর আমি একটু জোরে হাঁটার চেষ্টা করি। তখন তারা এসে বলে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। এরপর আমাকে বলা হয় এতদিন যা হয়েছে, সব ভুলে যান। তারপর আমাকে আবারও রিমান্ডে দেওয়া। আমি এখন পর্যন্ত ২০৮ বার হাজিরা দিয়েছি।

তিনি আরও বলেন, আমরা এখন মহিউদ্দিনের বিরুদ্ধে গুম কমিশনে অভিযোগ দিয়েছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাও করেছি। মহিউদ্দিন ফারুকী আমার কাছ থেকে তখন চার লাখ টাকা নিয়েছে, ল্যাপটপ-মোবাইল নিয়েছে। বাসা থেকে আরও টাকা নিয়েছে।

খালেদা জিয়াকে নিয়ে বই প্রকাশ করার জন্য দুই দফায় ২০১৮ সালের ২ আগস্ট ও ২৭ অক্টোবর গুমের শিকার হওয়া তৎকালীন শিক্ষানবিশ আইনজীবী রাজন ব্যাপারী বলেন, আমাকে অনেক অত্যাচার করা হয়েছে। অনেকবার ক্রসফায়ারের জন্য নেওয়া হয়েছে। আমাকে কনডেম সেলে আটকে রাখা হতো। কীভাবে দিন গিয়েছে বলতে পারতাম না। ফজরের আজানে ‘আসসালাতু খাইরুম মিনান নাউম’ শুনলে বুঝতাম আমার আরেকটা দিন গিয়েছে। কবে আমাদের মেরে ফেলা হবে, কোথায় লাশ পাওয়া যাবে, কেউ চিনবে কি না জানি না। এই কারণে আমরা আমাদের পরনের গেঞ্জি-ট্রাউজারের নিচে বাসার কারও ফোন নম্বর আর আমার নাম লিখে রাখতাম। যাতে আমাদের লাশ তাদের কাছে পৌঁছাতে পারে।

একই কারণে ২০১৮ সালের ২৯ আগস্ট গুমের শিকার হন ওয়াসিম ইফতেখারুল হক। তিনি বলেন, ম্যাডামকে (বেগম খালেদা জিয়া) নিয়ে বই লেখার কারণে আমাকে গুমের শিকার হতে হয়। গ্রেপ্তার দেখানোর পর আমার নামে আরও তিনটি মামলা দেওয়া হয়।

তিনি বলেন, আমরা ফারুকীর বিচার চাই। সুষ্ঠু বিচার চাই। সে তার আইনি অধিকার পাক, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু তার বিচার করতে হবে। আর লক্ষ্য রাখতে হবে সে যেন পালিয়ে যেতে না পারে।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন গুমের শিকার রেজওয়ানুল হক শোভন, ড. এনামুল হক মনি, আ. জাবীদ বাবু প্রমুখ।
এছাড়াও কসাই মহিউদ্দিন ফারুকীর হাতে গুমের শিকার হন ২০১৮ সালের ২রা আগস্ট মেহেদী আরজান ইভান, ২০১৮ সালের ২৯ আগস্ট রেজওয়ানুল হক শোভন, জাহিদ হাসান, এস এম সাগর, আবুল আরাফাত অপু মালিক, নাসিমুল গনি খান, সোকয়াড্রেন লিডার (অবঃ) ওয়াহিদুন্নবী, সাব্বির হোসেন, হাবিব সাত্তার সবুজ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাষাশহিদ আবদুস সালামসহ সকল ভাষাশহিদদের কবর যথাযথভাবে সংরক্ষণ করা হোক

র‌্যাবের ‘কসাই’ খ্যাত মহিউদ্দিন ফারুকীর বিচারের দাবি

অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতদল:

ডিমলায় চিন্ময় কৃষ্ণ দাশের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

উল্লাপাড়ায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধি ও দ্রুত প্রত্যাবাসনে ভূমিকা পালনের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-কে অনুরোধ জানালেন

তাঁতীলীগের সভাপতি ইকবালের যত কান্ড, জনমনে প্রশ্ন কে এই ইকবাল

আদলতে কাদলেন ব্যারিস্টার সুমন, উপরে ডিম নিক্ষেপ

নওগাঁর আলোচিত ও চাঞ্চল্যকর সুমন হত্যার মূল আসামি বুলবুল গ্রেফতার

উল্লাপাড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা

১০

নওগাঁয় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১১

শাহজাদপুরে ১৭ মামলার পলাতক আসামী শাহীন গ্রেফতার

১২

নতুন প্রজন্মের কাছে মাছকে আকর্ষণীয় করার জন্য রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন গবেষণা আরো জোরদার করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

১৩

অস্ট্রেলিয়ার মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১০টি বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ

১৪

আজমিরীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির অপরাধে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে

১৫

পরিত্যক্ত কালভার্ট: চলেনা যানবাহন

১৬

হেমন্ত

১৭

**শোষণমুক্ত বাংলাদেশ গড়তে প্রচেষ্টা প্রয়োজন**

১৮

নওগাঁর মহাদেবপুরে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

১৯

‘অ্যান্টেনা ডিজিটালাইজেশন হোয়াইট পেপার’ প্রকাশ করলো হুয়াওয়ে

২০