বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামে হযরত একদিল শাহ্ (রাঃ) মাজার অবস্থিত। আনুমানিক প্রায় চার শত বছর পূর্বে দ্বীন ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তিনি। তিনি অত্র এলাকাতেই শেষ নিশ্বাস ত্যাগ করলে অত্র এলাকায় হযরত শাহ্ একদিল শাহ (রাঃ) মাজার গড়ে ওঠে। তৎকালীন সময় থেকেই উক্ত মাজার প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও বাৎসরিক উরশ হয়ে আসছিল। এলাকার ধর্মপ্রাণ মুসলিমদের সহযোগিতায় দেশের দূর দূরান্ত থেকে আল্লাহর অলির ভক্ত আসতেন এবং মাজারে দান করে সহযোগিতা করতেন।
সরজমিনে গিয়ে জানা যায়, হযরত শাহ্ একদিল (রাঃ) এর নামে বানিয়াগাতি মৌজায় প্রায় তিন একর সম্পত্তি রয়েছে।উক্ত মাজার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিরা মাজারের তিন একর সম্পত্তি নিজ দখলে নিয়ে মাজারের উন্নয়ন না করে টাকা আত্মসাৎ করছে এমন গুঞ্জন এলাকায় ভেসে বেড়াচ্ছে, এবং মাজারের দানবাক্সটি তিনমাস পর পর খোলা হলে দানবাক্স থেকে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা করে পাওয়া যায় বলে দাবি এলাকাবাসীর।এই টাকাগুলোও নিজ প্রয়োজনে ভাগাভাগি করে নেয় এই সব ব্যক্তিরা জানিয়েছেন অনেকেই।
হযরত একদিল শাহ্ (রাঃ) এর নামে এত সম্পওি থাকা সত্ত্বেও মাজারের উন্নয়ন না করে টাকা ও সম্পত্তি আত্মসাৎ করায় এলাকার মানুষের মাঝে নানা ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মাজার রক্ষণাবেক্ষণের নামে মাজারের সম্পত্তি হাতিয়ে নেওয়া ও টাকা আত্মসাৎকারী ব্যক্তিদের নিকট থেকে মাজারের সম্পত্তি উদ্ধার করে উপজেলা প্রশাসনের আওতায় এনে মাজারটি পরিচালনা করার জন্য বগুড়া জেলা প্রশাসক ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার,স্থানীয় সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সহ উচ্চপদস্থ কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করছেন এলাকাবাসী।
এই বিষয়ে ধুনট উপজেলার নির্বাহী অফিসার, মোঃ আশিক খান জানান,একটি আবেদন পেয়েছি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
মন্তব্য করুন