নোয়াখালীর হাতিয়ায় জাতীয় শোক দিবসে অংশ নিয়ে ফেসবুকে ছবি পোস্ট দেয়ায় হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি কাজী আবদুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। বুধবার (১৬ আগস্ট) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান জেলা বিএনপির প্যাডে এ কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
কাজী আবদুর রহিম হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও হাতিয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, আবদুর রহিম হাতিয়া রহমানিয়া ফাজিল মাদরাসার একজন শিক্ষক। তাই জাতীয় শোক দিবস উপলক্ষে মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরবর্তীতে অনুষ্ঠানের কয়েকটি ছবি তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। এমন ঘটনায় বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। পরে বিষয়টি জেলা বিএনপির নজরে আসলে তাকে কারণ দর্শানোর নোটিশ দেন।
এ বিষয়ে হাতিয়া বিএনপির একাধিক নেতা জানান, কাজী আবদুর রহিম মাদরাসায় চাকরি করার সুবাধে জাতীয় প্রোগ্রামে উপস্থিত থাকতেই পারেন। যেহেতু জাতীয় প্রোগ্রামের পাশাপাশি শোক দিবস আওয়ামী লীগের একটি দলীয় প্রোগ্রামও। সুতরাং অনুষ্ঠানের কয়েকটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তবে কাজী আবুদর রহিমের পোস্টকরা সেই ছবিগুলো তার ফেসবুকে এখন আর পাওয়া যাচ্ছে না। তিনি তা মুছে ফেলেছেন বলে দাবি করেন অনেকে।
কাজী আবদুর রহিম সাংবাদিকদের বলেন, একটি মাদরাসায় চাকরি করার কারণে জাতীয় প্রোগ্রাম করাটাই স্বাভাবিক। তাছাড়া জাতীয় নেতাদের (বঙ্গবন্ধু ও জিয়াউর রহমান) ছোট করে দেখার কোন সুযোগও নেই। জাতির জনকের কথা বাদ দিলে এই দেশের ইতিহাস হয় না।
হাতিয়া পৌর বিএনপির সভাপতি কাজি আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার কথা নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান। তিনি বলেন, নোটিশের কোথাও শোক দিবসে যাওয়ার কারণে নোটিশ করা হয়েছে বলে উল্লেখ করা হয়নি। তিনি (আবদুর রহিম) দলীয় শৃঙ্খলা পরিপন্থী কিছু কাজ করায় তাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে দলের সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।