ঢাকারবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ সংবাদ

তেঁতুলিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন, তিন দিনের উন্নয়ন মেলা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পালিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা আয়োজন করা হয়েছে।

আজ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন, শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি চেয়ারম্যানরা বক্তব্যে বলেন, আমাদের প্রচুর কাজ করতে হয়। জনপ্রতিনিধি হিসেবে আমাদের মানুষের সেবা সর্বদাই নিয়োজিত থাকতে হয়। কিন্তু আমাদের সেভাবে সম্মানী ভাতা বৃদ্ধি করা হচ্ছে না। তাই সম্মানীয় উপজেলা চেয়ারম্যানদের প্রতি দাবি, আপনারা মাননীয় সরকার প্রধানকে আমাদের দু:খ কষ্টের কথা তুলে সম্মানীভাতা বৃদ্ধি ব্যবস্থা করা যায় কীনা, তার জন্য অনুরোধ জানাচ্ছি।

মেলায় ইউনিয়ন পরিষদ, বিভিন্ন সরকারি দপ্তরসহ ১০টি স্টলে তাদের কার্যক্রম তুলে ধরছে।