ঢাকারবিবার , ৯ জুলাই ২০২৩
সর্বশেষ সংবাদ

আনন্দমুখর আয়োজনের মাধ্যমে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ নবীন বরণ অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক ;
জুলাই ৯, ২০২৩ ২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

আধুনিক শিক্ষার পরিবেশ, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে আত্মপ্রকাশের সকল সুবিধা প্রদানের প্রতিশ্রতি দিয়ে ৮ জুলাই (শনিবার) নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ২৫তম ব্যাচের নতুন শিক্ষার্থীদের নিজস্ব ক্যাম্পাসে বরণ করে নেয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ড. ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ফাদার এস, আদম পেরেরা, সিএসসি, রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি, ডিন, বিভিন্ন অনুষদের প্রধানগণ, প্রশাসনিক, অ্যাকাডেমিক ও নন অ্যাকাডেমিক স্টাফ, নবীন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রধান অতিথি জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীবৃন্দ। পরে অতিথিবৃন্দসহ নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
উপাচার্য স্বাগত বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় তোমাদের সবার জন্য এক নতুন জায়গা, এখানে তোমরা নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে এবং একজন ভাল ছাত্রই শুধু নয় বরং একজন ভালো মানুষ হিসেবেও বড় হবে। এবং তার জন্য নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ তোমাদের সকল প্রকার সহযোগিতা করবে।”
প্রধান অতিথি সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন “আমি যুবদের বিশ্বাস করি, কারন এই যুবরাই অনেক অসাধ্য কাজ করতে পারে যা আমাদের অনেকের পক্ষে সম্ভব নয়। এই যুব বয়সই জীবন যুদ্ধে নামার আসল সময়। নিজেকে প্রস্তুত করে তোলো কারন তোমাদের মাধ্যমেই আমাদের এই সমাজের পরিবর্তন আসবে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি সকল শিক্ষকগণকে পরিচয় করিয়ে দেন এবং ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম গণছালভেস, সিএসসি রেজিস্ট্রার অফিস-এর কার্যক্রম, এক্সাম অফিসের কার্যক্রম, অ্যাকাউন্টস অফিসের কার্যক্রম, বিভিন্ন ক্লাব কার্যক্রম এবং কাউন্সিলিং সার্ভিস সম্পর্কে সকলকে অবহিত করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ফাদার লরেন্স নরেশ দাশ, সিএসসি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অব কনডাক্ট-এর উপর নির্মিত ভিডিও প্রদর্শন করেন।
বর্তমান শিক্ষার্থীদের মধ্য হতে সাদিয়া জাহান মোহনা তাঁর সহভাগিতায় বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস রুমের শিক্ষার পাশাপাশি, একজন শিক্ষার্থী হিসেবে অন্যান্য মাধ্যমেও নতুনদের জ্ঞান অর্জন করে নিতে হবে এবং সেই সুযোগ এখানে আছে। এছাড়াও নতুন শিক্ষার্থীদের মধ্য হতে প্রত্যয় ভিক্টর রোজারিও এবং নতুন অভিভাবকদের মধ্য হতে সুব্রত সলোমোন গমেজ তাঁদের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি এবং নাটিকা উপস্থাপন করেন যা আয়োজনকে আরো আনন্দপূর্ণ করে তোলে। সবশেষে সহকারী রেজিস্ট্রার ফাদার নিত্য এক্কা, সিএসসি সকলকে ধন্যবাদ জানানোর মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘোষণ করেন।

আধুনিক শিক্ষার পরিবেশ, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে আত্মপ্রকাশের সকল সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ৮ জুলাই (শনিবার) নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ২৫তম ব্যাচের নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজন করে নবীন বরণ অনুষ্ঠান। আনন্দমুখর আয়োজনের মধ্য দিয়ে এ নবীন বরণ অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিওটি চেয়ারম্যান ড. ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ফাদার এস. আদম পেরেরা, সিএসসি, রেজিস্ট্রার ড. ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি, ডিন, বিভিন্ন অনুষদের প্রধানগণ, প্রশাসনিক, অ্যাকাডেমিক ও নন অ্যাকাডেমিক স্টাফ, নবীন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রধান অতিথি জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীবৃন্দ। পরে অতিথিবৃন্দসহ নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
উপাচার্য স্বাগত বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো নিজেকে আবিষ্কারের জায়গা। এখানে তুমি নিজের ভবিষ্যত গঠনের জন্য চারটি বছর পাবে। আমি তোমাদের অনুরোধ করব এই চারটি বছরকে যথাযথভাবে কাজে লাগিয়ে তুমি নিজ জীবন, সমাজ ও টেকসই দেশ গড়ার কাজে সহযোগিতা করবে।
প্রধান অতিথি সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, নটর ডেম-এর ইতিহাস অনেক পুরাতন। এই ঐতিহ্য ও শিক্ষার সাথে আমার বাবা জড়িত ছিলেন। তাঁর মুখে নটর ডেমের কথা শুনে আমার বেড়ে ওঠা। আমি মিশনারি স্কুলের ছাত্র ছিলাম। আমি জেনে অত্যন্ত আনন্দিত নটর ডেম এখন বিশ্ববিদ্যালয় শুরু করেছে এবং ইউনিভার্সিটি অব ইন্ডিয়ানার সাথে সরাসরি সম্পৃক্ত। আমি আশাবাদী নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ভবিষ্যতে গবেষণা ভিত্তক কোর্স কারিকুলাম এবং উচ্চতর শিক্ষায় বিশেষ অবদান রাখবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফাদার লেনার্ড শংকর রোজারিও, সিএসসি সকল শিক্ষকদের পরিচয় করিয়ে দেন। এবং ডেপুটি রেজিস্ট্রার ফাদার অসীম গণছালভেস, সিএসসি রেজিস্ট্রার অফিস-এর কার্যক্রম, এক্সাম অফিসের কার্যক্রম, অ্যাকাউন্টস অফিসের কার্যক্রম, বিভিন্ন ক্লাব কার্যক্রম এবং কাউন্সিলিং সার্ভিস সম্পর্কে সকলকে অবহিত করেন। পরবর্তীতে, বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ফাদার লরেন্স নরেশ দাশ, সিএসসি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস কোড অব কনডাক্ট ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।
এর পাশাপাশি, বর্তমান শিক্ষার্থীদের মধ্য হতে সাদিয়া জাহান মোহনা উনার সহভাগিতায় বলেন, বিশ্ববিদ্যালয় এর ক্লাস রুমের শিক্ষার পাশাপাশি, একজন শিক্ষার্থী হিসেবে অন্যান্য মাধ্যমেও নতুনদের জ্ঞান অর্জন করে নিতে হবে এবং সেই সুযোগ এখানে আছে। এছাড়াও নতুন শিক্ষার্থীদের মধ্য হতে প্রত্যয় ভিক্টর রোজারিও এবং নতুন অভিভাবকদের মধ্য হতে সুব্রত সলোমোন গমেজ উনাদের প্রত্যাশা সহভাগিতা করেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায় বর্তমান শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি এবং নাটিকা উপস্থাপন করেন যা আয়োজনকে আরো আনন্দপূর্ণ করে তোলে। সর্বশেষে সহকারী রেজিস্ট্রার ফাদার নিত্য এক্কা, সিএসসি সকলকে ধন্যবাদ জানানোর মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘোষণ করেন।