বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকীতে এবার বরেণ্য শিল্পী ফারজানা সিফাত নিয়ে এলেন কবির ” শুণ্য এ বুকে” গানটি। গত ২৯ আগস্ট কাজী নজরুল ইসলামের এই জনপ্রিয় গানটি রিলিজ হয়। গানটির সঙ্গীতায়োজন করেছেন ভারতের সুরকার সঞ্জয় দাস। শুটিং হয়েছে কলকাতায়। এই বিষয়ে শিল্পীর সঙ্গে কথা হয়ে।
তিনি বলেন, “মাত্র ৪ বছর বয়স থেকে গান করা শুরু করি। ওস্তাদ আখতার সাদমানীর কাছে। ১৪ বছর উচ্চাঙ্গ সঙ্গীতে তালীম নিয়েছি। নজরুল সঙ্গীতে ডিপ্লোমা করেছি নজরুল ইনস্টিটিউট থেকে । সুধীন দাস ও সোহরাব হোসেনের কাছে নজরুল সঙ্গীত শিখেছি”।
বর্তমান লন্ডন প্রবাসী এই শিল্পী আরও বলেন, “উদিচী স্কুল অফ পারফরমিং আটর্স ইউকের সিনিয়র শিক্ষক হিসেবে আমি দশ বছর কাজ করছি। বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর নিয়মিত শিল্পী ছিলাম। গত ১লা জানুয়ারিতে বরেণ্য শিল্পী নচিকেতার সাথে আমার একটি ডুয়েট গান রিলিজ হয়েছে”।
“শূণ্য এ বুকে” গানটির লিরিক্স :
শূন্য এ–বুকে পাখি মোর
আয় ফিরে আয় ফিরে আয়!
তোরে না হেরিয়া সকালের ফুল
অকালে ঝরিয়া যায়।।
তুই নাই ব’লে ওরে উন্মাদ
পান্ডুর হ’ল আকাশের চাঁদ,
কেঁদে নদী জল করুন বিষাদ,
ডাকে “আয় ফিরে আয়”।।
গগনে মেলিয়া শত শত কর
খোঁজে তোরে তরু, ওরে সুন্দর!
তোর তরে বনে উঠিয়াছে ঝড়
লুটায় লতা ধূলায়!
তুই ফিরে এলে, ওরে চঞ্চল
আবার ফুটিবে বন ফুল–দল
ধূসর আকাশ হইবে সুনীল
তোর চোখের চাওয়ায়।।