ঢাকাশনিবার , ২২ জুলাই ২০২৩
সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজ আবু তালহার সাফল্য বাংলাদেশের জন্য গৌরবের: পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

মীর মুরশেদুল ইসলাম রুমন।।
জুলাই ২২, ২০২৩ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি বলেছেন, ‘লিবিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আবু তালহা ১১৬টি দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন। শুক্রবার (২১ জুলাই ২০২৩) সিলেটের জালালাবাদ গ্যাস ভবন মিলনায়তনে বাংলাদেশের জন্য গৌরব অর্জনকারী হাফেজ আবু তালহা’র সম্মানে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে ড. মোমেন এ কথা বলেন। তিনি বলেন, হাফেজ আবু তালহা’র অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তিনি হাফেজ আবু তালহাকে অভিনন্দন জানিয়ে বলেন, অন্য হাফেজরা তার সাফল্য দেখে অনুপ্রাণিত হবেন।

অনুষ্ঠানে ড. মোমেন বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, আর আওয়ামী লীগ সরকার ইসলাম ধর্মের প্রকৃত এই মর্মবাণী ছড়িয়ে দিতে সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ড. মোমেন বলেন, ‘সিলেটে যখন হযরত শাহজালাল (র.) আসেন তখন তাঁর অনুসারীদের গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়তে বলেছিলেন। হযরত শাহজালাল (র.) এর অনুসারীরা গ্রামেগঞ্জে গিয়ে তাদের সুন্দর আচার-ব্যবহার দিয়ে ইসলামের শান্তির বাণী প্রচার করেছেন। তখন অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের কথা শুনেছেন এবং ইসলামের শান্তির বাণীতে মুগ্ধ হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।’

অনুষ্ঠানে উপস্থিত মাদরাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসলাম ধর্ম জ্ঞান অর্জনকে অত্যন্ত গুরুত্ব দেয়। আর জ্ঞানার্জনের জন্য সারাবিশ্ব আমাদের পাঠশালা। জ্ঞানার্জনের জন্য আল্লাহ আমাদের সবকিছু দিয়েছেন, এগুলো কাজে লাগিয়ে জ্ঞানার্জন করে দেশ ও মানবতার সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় ইসলামের সেবায় কাজ করে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের প্রতি জেলা ও উপজেলায় দৃষ্টিনন্দন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে। মসজিদগুলো থেকে প্রতি বছর ১৪ হাজার হাফেজ তৈরির ব্যবস্থা থাকবে। মডেল মসজিদগুলোতে দ্বীনি কার্যক্রম ও ইসলামি সংস্কৃতি চর্চার পাশাপাশি মাদক, সন্ত্রাস, যৌতুক, নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা যাবে।

সিলেটের মাছিমপুর মাদরাসার পরিচালক হাফিজ মাওলানা শায়খ নাজমুদ্দীন ক্বাসিমী’র সভাপতিত্বে গণসংবর্ধনায় সম্মানিত ওলামা, বিভিন্ন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি লিবিয়ায় অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আবু তালহা দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন। আবু তালহার বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন লিবিয়ার সোহাইব আব্দুল কারিম। দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ আবু তালহা। তৃতীয় স্থান অর্জনকারী ওমানের আব্দুল আজিজ বিন মুনিব বিন সুলাইমান। চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করে যথাক্রমে ইরাক ও কেনিয়ার প্রতিযোগী।