ঢাকাবৃহস্পতিবার , ১২ আগস্ট ২০২১
সর্বশেষ সংবাদ

তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে চায় আফগান সরকার!

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১২, ২০২১ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক:
দেশজুড়ে চলছে তীব্র লড়াই। নানা স্থানে সরকারি বাহিনীকে পরাজিত করে একের পর এক প্রাদেশিক রাজধানীর দখল নিচ্ছে তালেবান।

সর্বশেষ কাবুল থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে গজনি প্রদেশের রাজধানী গজনি শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। এ পর্যন্ত দশটি প্রাদেশিক রাজধানীর দখলে নিল গোষ্ঠীটি।

এর মধ্যে জানা গেল, তালেবানের সঙ্গে ‘ক্ষমতা ভাগাভাগি’ করতে চায় সরকার।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

খবরে বলা হয়, ইতোমধ্যে তালেবানের কাছে সরকার ক্ষমতা ভাগাভাগির বিষয়ে প্রস্তাব পাঠিয়েছে।

সংঘাত এবং তালেবানের অগ্রযাত্রার মধ্যে সরকারের পক্ষ থেকে এমন প্রস্তাব পাঠানো হলো।

সরকারি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, দেশে সহিংসতা বেড়ে যাওয়ার মধ্যে তালেবানকে ক্ষমতা ভাগাভাগির জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

ওই সূত্রটি আরও জানায়, কাতারের মাধ্যমে এ প্রস্তাব তালেবানের কাছে পাঠানো হয়েছে।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।  আগস্টেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।