ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
সর্বশেষ সংবাদ

মাগুরা জেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি:
আগস্ট ১২, ২০২৩ ১০:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

মাগুরা জেলা পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার ৯ আগস্ট দুপুর ১২ টার সময় জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু ৬১ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৫৬ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট অধিবেশনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বিরেন শিকদার, মাগুরা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার), মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুহাম্মদ সানিউল কাদের, জেলা পরিষদের মেম্বার সদস্য মন্ডলী শ্রীপুর উপজেলার আরজান বাদশা, মহম্মদপুর উপজেলার আব্দুল মান্নান, নাজনীন রব্বানী, শালিখা উপজেলার মুন্সি আবু হানিফ, রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়াম্যানগণ ও রাজনৈতিক ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬১ কোটি ৪৫ লাখ ১১হাজার ৫৬ টাকা। বাজেটে ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৪৬ কেটি ৮২ লাখ ২১ হাজার ৮৭৩ টাকা। বাজেটে ১৪ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ১৮২ টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে।বাজেটে সম্ভাব্য আয়ের মধ্যে ধরা হয়েছে রাজস্ব আয় ১২ কোটি ৭ লাখ ৫ হাজার, সম্ভাব্য এডিপি বরাদ্দ ১২ কোটি ১০ লাখ, অন্যান্য আয় রাখা হয়েছে ৮ কেটি ৪২ লাখ ৯১ হাজার১০১ টাকা। বাজেটে মোট রাজস্ব ব্যয় ১২ কোটি ৭ লাখ ৫ হাজার মোট সম্ভাব্য এডিপি ব্যয় ১২ কোটি ১০ লাখ সম্ভাব্য মোট অন্যান্য ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ৮৭৩ টাকা ধরা হয়েছে।