ঢাকাবুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
সর্বশেষ সংবাদ

নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস কর্মসূচি ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সৈয়দ রুবেল কবির নড়াইল :
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ও স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচী প্রণয়ন এবং প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

০৫ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১২ টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা পরিষদের সচিব ড.লুৎফর রহমান, নড়াইল ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ সেলিম আহাম্মেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল হান্নান রুনু,

লোহাগড়া পৌরসভার মেয়র মশিউর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুফায়েল মাহামুদ তুফান, ভাইস চেয়ারম্যান ইসমত আরাসহ জেলার মোট ৩৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয় সরকার দিবস পালনে কেন্দ্রীয় কর্মসূচির বিষয়ে করণীয় শীর্ষক বিভিন্ন দিক নির্দেশনা মুলক আলোচনা অনুষ্ঠিত হয়।