নোয়াখালী জেলা শহরের ট্রাফিকিং ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে।
পুলিশ সুপার মো:শহীদুল ইসলাম,পিপিএম (বার) ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ট্রাফিক পুলিশ বক্স এর উদ্বোধন করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান রাজিব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মো.মোর্তাহীন বিল্লাহ, সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-এডমিন) সিরাজ উদ দৌলা, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ও নোয়াখালী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, সিনিয়র সাংবাদিক নাছির উদ্দিন বাদল, জেলা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন ও ট্রাক কাভার্ড ভান মালিক সমিতির নেতা ফারুক আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।