সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার বিকেল ৪ টায় এলজিইডির বাস্তবায়নে ৯০ মিটার দীর্ঘ শ্রীকোলা পারতেতুলিয়া পিএসসি গার্ডার ব্রীজ এর উদ্বোধন করা হয়েছে ৷
সিরাজগঞ্জ -৪ ( উল্লাপাড়া ) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে প্রায় সাড়ে ৪ কোটি ব্যয়ে কচুয়া নদীর ওপর নির্মিত ব্রীজটি উদ্বোধন করেন ৷
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান , উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন , উপজেলা প্রকৌশলী আবু সাঈদ ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান পান্না , মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, সদর উল্লাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালেক প্রমুখ ৷