ঢাকারবিবার , ১২ জুন ২০২২
সর্বশেষ সংবাদ

উল্লাপাড়া দীর্ঘদিনের ভোগান্তি শেষে দ্রম্নত নির্মাণ হচ্ছে সড়ক

কাজী এহসানুল হাসান সন্টু, উল্লাপাড়া(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
জুন ১২, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী ও উধুনিয়া ইউনিয়নে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের চলনবিলের একাংশে সড়ক নির্মাণ কাজ চলছে ৷ এই সড়ক হয়ে পাশাপাশি পাবনা জেলার ভাঙ্গুড়া ও চাটমোহর থানার সড়ক পথের দ্রুত ও সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়. সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ থেকে বড়পাঙ্গাসী ইউনিনের বাংলাপাড়া থেকে উধুনিয়া পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি বেশ উচু করে নির্মাণ করা হচ্ছে। সড়কটির পেছনে নির্মাণ কাজে ব্যয় বরাদ্দ প্রায় ২৫ কোটি টাকা বলে জানা যায়। বন্যার পানির ঢেউয়ের ক্ষয় ক্ষতি থেকে রক্ষার্থে এক পাশে বস্নক বসানোর কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে সড়ক পথ হয়ে উধুনিয়া এলাকা থেকে বিভিন্ন বাহন বিভিন্ন এলাকায় চলাচল করছে।

উধুনিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বসতিদের মধ্যে কুদ্দুস মেম্বার, আব্দুল জলিল সাবেক চেয়ারম্যান বলেন সড়কটি হওয়াতে দ্রুত ও সহজেই মোহনপুর হয়ে উল্লাপাড়া শহরে আসা যাওয়া করতে পারবেন। বর্ষাকালেও আর উধুনিয়া বাজার থেকে লাহিড়ী মোহনপুর বাজারে নৌকায় যেতে হবে না আমাদের।

উধুনিয়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু বলেন সড়ক পথটি হওয়াতে দ্রম্নত ও সহজ যোগাযোগ ব্যবস্থায় উধুনিয়া বাজারসহ আশে পাশে এলাকায় বেশ উন্নয়ন হবে বলে আশা করছি। বড় পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর লিটন বলেন বর্ষাকালে চলনবিলে একাংশের সড়কটিতে হয়তো অনেকেই বিনোদনের হলেও এখানে ঘুরতে আসবেন। তিনি সড়কের ধারে গাছ লাগানো ও জনগনের বসার ব্যবস্থা করার কথা ব্যক্ত করেন।

উল্লাপাড়া সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম জানান, উলস্নাপাড়ার মোহনপুর, উধুনিয়া ইউনিয়ন ও পাবনা জেলার ভাঙ্গুড়া এ সড়কের নির্মাণ কাজ চলতি জুন মাসের মধ্যেই শেষ করার জোরালো চেষ্টা চলছে।