ঢাকাবুধবার , ১৭ আগস্ট ২০২২
সর্বশেষ সংবাদ

উল্লাপাড়ায় ১৭ আগস্ট বিএনপি-জামাতের মদদে সারাদেশ ব্যাপী বোমা হামলা ও জঙ্গীবাদের নিন্দা করে বিক্ষোভ মিছিল

কাজী এহসানুল হাসান সন্টু, বিশেষ প্রতিবেদক।
আগস্ট ১৭, ২০২২ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার সকাল ১০টায় ১৭ আগস্ট বিএনপি-জামাতের মদদে সারাদেশ ব্যাপী বোমা হামলা ও জঙ্গীবাদের নিন্দা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া আসনের মাননীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর নেতৃত্বে উল্লাপাড়া পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি. উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা. উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্নাসহ দলের বিভিন্ন নেতাকর্মীগণ।