ঢাকারবিবার , ১৮ জুন ২০২৩
সর্বশেষ সংবাদ

নড়াইল সদর সহাবাদ ইউনিয়ন পরিষদের আয়োজনে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি:
জুন ১৮, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জনতার মুখোমুখি জনতার সেবক,এ প্রতিপাদ্য কে সামনে রেখে সদর উপজেলার সাহাবাদ ইউনিয়ন পরিষদের আয়োজনে মাননীয় এমপি মাশরাফি বিন মুর্তজার প্রধান অতিত্বে মুক্ত মঞ্চে জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন মাননীয় সাংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

১৭ জুন (শনিবার) বিকাল ৫ টায় নড়াইল সদর উপজেলার সাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া পরিষদ ভবনের সামনে মুক্ত মঞ্চে বিভিন্ন শ্রেণী পেশার আমজনতার বিভিন্ন প্রশ্নের উত্তরে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নেতা নড়াইল দুই আসনের মাননীয় সাংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ নড়াইল সদর উপজেলা শাখার খার সভাপতি এ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউর রহমান, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না, সাহাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহামুদুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান,

নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ পাঁখি মোল্লা, আইড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম পলাশ, জেলা পরিষদের সদস্য খোকন কুমার সাহাসহ জেলা ও উপজেলার আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে এমপি মাশরাফি বিন মুর্তজা সরকারের বিভিন্ন উন্নয়ন অগ্রগতি এবং নড়াইলের বিভিন্ন গ্রাম অঞ্চলের উন্নয়ন মুলক কর্মকাণ্ডের বিষয়ে বক্তব্য প্রদান করেন।সর্বপরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করার আহ্বান জানান।